ম্যাকি ওয়াদুদ
এসো বন্ধু এসো রৌদ্র-স্নানে! তৃষ্ণার্ত চৌচির হয়ে
আমি আছি তোমারি বিরহে!! বাংলার মেঠোপথে!
আমরা ছুটবো অনাবিল দিগন্তের বসন্ত উল্লাসে
দক্ষিণ হাওয়ায় মাতাল হয়ে নোনা-চুম্বনে মাতবো।
তোমার মিষ্টি নয়ন- রূপের অবগাহনে বিমুগ্ধ হবো
তোমার রূপ-ষৌবনের মিষ্টি কোমলতায় হারাবো।
তোমার রূপ-সৌন্দর্যে ধুকপুক প্রাণের ওষ্ঠ-কামড়ে
দূর করবো তপ্ত শ্রান্তি-ক্লান্তি হৃদয়ের রক্তদর্শন!
এসো বন্ধু এসো রক্ত-স্নানে! সূর্যাস্তের গোধুলিলগ্নে
আমি তোমার প্রতিক্ষায় রইবো সারাবেলা! মনে পড়ে
এই বসন্তেই বাংলার সাহসী-সন্তানরা রচিত করেছিলো
স্বাধীনতা সংগ্রাম। আজন্ম মুক্তির শুভ্র অনিন্দ্য উল্লাসে
বঙ্গোপসাগর হলো রক্তিম লাল আর রূপসী বাংলার
মাঠ-প্রান্তরজুড়ে নেমেছিলো সবুজ ফসলে একাকার।
পাকিস্থানী নরপিশাচের শোষণ-বঞ্চনা দূর করতে
বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে লড়েছি স্বাধীনতা-যুদ্ধ
ও সোনার বাংলাকে মুক্তির দাবিতে করেছি রক্তস্নান।
এসো বন্ধু এসো সম্মুখপানে! একসাথে মাতি জীবনের
মহাকাব্যের নীপবনে! মনমন্দিরে!মোরা দুই দুরন্ত মিলে
থাকবো আজীবন উচ্ছ্বাসে ও হাসি খেলায় সার্বক্ষণ!
তুমি নিয়ে যাচ্ছ মোরে খুব ধীরে সন্তর্পণে প্রেমের দগ্ধ-
দহন-সুখ রাজ্যে! একসাথে থাকি একবিন্দুতে গভীর
শিহরণে। সুখের নীড়ে!! প্রান্তিক সুবিধাবঞ্চিত জনের
হৃদয় গহীনের পাথর সরাতে গাইবো মুক্তির সংগীত।
একসাথে দুজন বাংলার রূপে আনিবো রক্তিম-বসন্ত
——————————————————————–
Street Poetry – মেঠোপথের কাব্য/ ২৫ মার্চ ২০২১