ফাইজুস সালেহীন
গনগনে রোদের ভেতর দুপুরে বাতাসের সাথে
খেলা করে গহন রাত্রির আদিম নিস্তব্ধতা,
এক বিপুল নৈরাশ্যের খেলায় মগ্ন নৈরাকার!
কাল এসেছিলো এক নবীন ডাক হরকরা
রেখে গেলো নতুন বৈশাখের ধূসর পাণ্ডুলিপি
মধ্যাহ্নে আকাশে ঘুরেঘুরে উড়ে শিকারী চিল।
পাতার আড়ালে বসে উদাসী কোকিল গান গেয়ে যায়
বক্ষ বিদীর্ণ করে আশ্চর্য এক নিঃসঙ্গ বেদনার কাঁটায়
বুকের দেয়ালে কান পেতে শুনি কষ্টের পরে সুখ,
নিশ্চয়ই সুখ কষ্টের পরে, বলে অলৌকিক মৌমাছি।