স্বপন ঘোষ
বৈশাখ মানে হালখাতার শুভ মহরত
পুরানো হিসেব-নিকেশ মিটিয়ে দেয়া,
বৈশাখ মানে শোভাযাত্রা, ঢোলসহরত
নতুন বছরকে বরণ করে নেয়া।
বৈশাখ মানে রঙ তুলিতে চিত্রিত মুখ
ছায়ানট আছে রমনার বটমূলে,
বৈশাখ মানে মিলন-মেলা বিচিত্র সুখ
পুরানো দু:খ-কষ্টকে যাই ভুলে।
বৈশাখ মানে ঝকঝকে সব দোকান-পাট
নিকানো উঠোন, সাজগোজ ঘরদোর,
বৈশাখ মানে চারদিকে যেন চাঁদের হাট
রোদ ছড়িয়ে হেসে ওঠা নতুন ভোর।
বৈশাখ মানে পান্তা আর ইলিশ খাওয়া
একটি দিনেই বাঙ্গালী হয়ে উঠি,
বৈশাখ মানে উত্সবের নানান হাওয়া
শেকড়ের টানে অবিরাম ছোটাছুটি।
বৈশাখ মানে রবীন্দ্রনাথ কে স্মরণ
পঁচিশে তাই আকুল তারই প্রেমে,
বৈশাখ মানে নববর্ষ ও রবি বরণ
বৈশাখ থাক্ সবার হৃদয় ফ্রেমে।