এস এম মাসুদ রানা (রবি)
এ কেমন প্রেম?
করোনা কালে তুমি আমি গৃহ বন্দী
দেখা পাইনা তোমার,
যখন করোনা করেছে ধরণীর সাথে সন্ধি।
এ কেমন প্রেম?
করনার কারনে পারিনা ঘর হতে বাহিরে
সবাই কেনে মাস্ক- সেনিটাইজার,
ফুল কেনার ক্রেতা কোথাও নাহিরে।
তুমি আমি এখন সামাজিক দুরত্ম থেকেও অনেক দূরে,
ডাকিলেও তুমি শুনতে পাইনা আমি ভোরের বাতাসের সুরে।
পরে আছে ধুলোতে তোমাকে বাজিয়ে শোনাতাম যে গিটার ,
তুমিও যেমন ক্রমে চলে যাও দূরে এক মিটার-দুই মিটার-তিন মিটার।
করোনা চলে গিয়ে আবার আসিবে কি সন্ধ্যা শুধু দুজনার,
যেদিন গুনতে হবে না তোমার আমার মাঝে
এক মিটার-দুই মিটার-তিন মিটার।