বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘কালি ও কলম’ তরুণ কবি ও লেখক পুরস্কার পেয়েছেন রণজিৎ সরকার। ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ এই নামে কিশোর উপন্যাস লিখে শিশুকিশোর বিভাগে পুরস্কার পেয়েছেন তিনি।
‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ কিশোর উপন্যাসে দেখা যায়- রায়না নামের এক প্রবাসী বাঙালি কিশোরীর বাংলাদেশ নিয়ে স্বপ্ন আর সম্ভাবনার অনেকান্ত কথায় মুখর রণজিৎ সরকারের স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল উপন্যাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের একটা স্কুলে ক্যাম্প করে মানুষের ওপর নির্মম অত্যাচার করে – হত্যা করে বহু গ্রামবাসীকে। অবশেষে গ্রামে আসে মুক্তিবাহিনীর বীর যোদ্ধারা – ধ্বংস করে পাকিস্তানি বাহিনী – স্কুলে উড়িয়ে দেয় বিজয় পতাকা। কৌতূহলোদ্দীপক এই গল্পাংশ নিয়ে গড়ে উঠেছে স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল উপন্যাস। বক্ষ্যমাণ উপন্যাস কৌতূহলী শিশু-কিশোরদের বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে বিস্তার করবে সহযোগের হাত। রায়নার অবয়বে এখানে প্রতিভাসিত হয়েছে বাংলাদেশের অগণন শিশু-কিশোরের স্বপ্নরঙিন মুখচ্ছবি – তাদের স্বপ্ন আর সম্ভাবনার কথা। স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল উপন্যাস বাংলাদেশের তোমাদের মতো শিশু-কিশোরদের সদর্থক চেতনায় উদ্বুদ্ধ হতে সঞ্চার করবে।
কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পাওয়াতে রণজিৎ সরকার বলেন, এ পুরস্কার আমাকে সাহিত্যপ্রেমিদের মাঝে নতুন করে পরিচয় করে দিল। কিছু মানুষের কাছে আমি নতুন করে জন্ম নিলাম। আমি প্রতিদিন নিয়ম করে লেখালেখির চেষ্টা করি। আমার ৫২টি বই প্রকাশ হয়েছে। কোন লেখক হয়তো পুরস্কার পাওয়ার জন্য লেখেন না। তবে হ্যাঁ কাজের স্বীকৃতি চায় প্রতিটি মানুষ। সেটি পেলে মন আনন্দে ভরে ওঠে। কালি ও কলাম পুরস্কার আনন্দের অনুভূতির অনুভব দিগুণ বাড়িয়ে দিল। পুরস্কারটি ঘোষণার পর মানুষের অনেক সাড়া পেয়ে বুঝলাম মানব জন্মের কখনো কখনো মনে হয় দ্বিতীয় জন্মও হয়। পুরস্কার একজন লেখককে লেখার প্রতি সমাজের প্রতি দায়বদ্ধতার মাত্রা আরও বাড়িয়ে দেয়। আমারও বেড়ে গেল।
রণজিৎ সরকারের প্রকাশিত বইয়ের সংখ্যা গল্প-উপন্যাস মিলিয়ে বইয়ের সংখ্যা ৫২ টি। তোমাদের জন্য উল্লেখ্যযোগ্য বইগুলো হলো- স্কুল ছুটির পর, স্কুল ছুটির দিনগুলি, মায়ের সাথে স্কুলে, শিশুতোষ মুক্তিযুদ্ধের গল্প, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব, শিশুতোষ একুশের গল্প, ছোটদের মুক্তিযুদ্ধের অজানা গল্প, ভাষাশহীদদের গল্প, বীরশ্রেষ্ঠদের গল্প, গল্পে গল্পে জাতীয় চার নেতা, পরির সাথে দেশ ঘুরি, ভাষাশহিদ ও বীরশ্রেষ্ঠদের গল্প, গল্পে গল্পে বর্ণমালা, শিশুকিশোরদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সুমনা, করোনাকালে ছুটির ঘণ্টা, মুক্তিযুদ্ধের কিশোর গল্প, ছোটদের জানা অজানা।
পুরস্কার প্রাপ্ত কিশোর উপন্যাস ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছি’ বইটি ২০২০ সালের বইমেলায় অধ্যয়ন থেকে প্রকাশ হয়। বইটির মূল্য ১৬০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।
রণজিৎ সরকারের জন্ম ১৯৮৪ সালের ১২ মে। সিরাজগঞ্জের রায়গঞ্জে খোকশাহাট গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতৃভূমি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামে। বাবা নারায়ণ সরকার ও মা শোভা সরকারের তিন সানের মধ্যে তিনি একমাত্র পুত্র সন্তান। রণজিৎ সরকার হিসাববিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করলেও লেখালেখির নেশা থেকে পেশা হিসেবে নিয়েছেন সাংবাদিকতা। বর্তমানে তিনি ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার সম্পাদকীয় বিভাগে ৬ বছর ধরে কর্মরত আছেন।