এস এম মাসুদ রানা রবি
এখন গভীর রাতকে আহবান করেছে
গোলাপি সুক্ষ মশারীর জালে,
এখন অনেক মানুষ আর মানুষীরা
ঘুমের ভিতর গিয়েছে চলে।
তানজিন শুধু জেগে আছে
পৃথিবীর বুকে দাঁড়িয়ে ,
নেই কেউ দূরে কাছে
তানজিনের দিকে তাকিয়ে।
পৃথিবীর যেন বয়স বেড়েছে
তানজিনের চোখের নীচের কাজলে,
তার হৃদয়ের ভিতর অন্ধকার মহাদেশ
কেউ জানেনা কত দুঃখ লুকিয়ে আছে তার সাগর তলে।
কে এই ব্যথা দিল তানজিনের মনে,
এর চেয়ে মহিয়ান আজ নেই কিছু জেনে।
এশিয়া,আমেরিকা,আফ্রিকায়ে কত নগরী আছে,
প্রেম নেই কোথাও, ভালবাসা ফুরিয়ে গেছে।
এই সব কিছু প্রতারকের প্রেয়সী তানজিনকে কাঁদায়,
এ কারণেই তানজিন নিশিথ নিদ্রায় ছুটি চায়।