একদিন, এক রজনী ॥ কবিতা

এস.এম. মাসুদ রানা রবি

 

ভাল নেই তবু ভাল থেকো
লিখনা আর আকাশের ঠিকানায় চিঠি,
যে চিঠি পাবনা আমি আর
দেখিবনা তোমার দুই চুলের মাঝখানে সিঁথি।

ভেসে যাও সাগরের জলের আবেগে
কোন্ ঢেউ তোমার বুকে গিয়েছিলো লেগে,
তুমি একা কারও নও কেউ রাখেনা তোমারে মনে
আবার দেখা হবেনা কখনও এই জীবনে অথবা মরনে।

খুঁজেছিলাম একদিন, এক রজনী
ছিল সেথা অনেক মানুষের ভিড় ,
তুমি হারিয়ে যাও দূরে বহু দূরে
সাগর,পাহাড় অথবা নীল দিগন্ত জুড়ে।

আদিম জীবনের প্রাণ
নিশীথের বাতাসের মতো,
লয়ে এসেছিলে একদিন
পেয়েছিলাম তোমাকে পাওয়া যায় যতো।

Print Friendly

Related Posts