কলকাতার প্রভাবশালী সাহিত্য পত্রিকা অন্য ক্যানভাসের আয়োজনে পালিত হলো দুই বাংলা অনলাইন কবিতা উৎসব ২০২১।
৬ জুলাই শুরু হয়ে ৬২ দিন ব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে ৫ সেপ্টেম্বর।
যৌথভাবে এর উদ্বোধন করেন দুই বাংলার দুই প্রিয়মুখ পশ্চিম বাংলার জনপ্রিয় কবি শ্যামলকান্তি দাশ আর বাংলাদেশের শক্তিমান কবি শাহীন রেজা।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বাংলার কবি অরুন কুমার চক্রবর্তী এবং বাংলাদেশের কবি মাহমুদ কামাল।
উৎসবে প্রতিদিন দুই বাংলার চারজন কবির কবিতা উন্মুক্ত করা হয় ।
অন্য ক্যানভাস সম্পাদক কবি বিশ্ব বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই আয়োজনে যাদের কবিতা উন্মুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন কবি মলয় রায় চৌধুরী, অসীম সাহা, মতিন বৈরাগী, মাহবুব সাদিক, জাহাঙ্গীর ফিরোজ, অলোক বিশ্বাস, উদয়ন ভট্টাচার্য, সৈয়দ হাসমত জালাল, ফারুক মাহমুদ, বিমল গুহ, সৌমিত বসু, সৈয়দ মাজহারুল পারভেজ, আমিনুল ইসলাম, সরকার মাহবুব, সিদ্ধার্থ সাঁতরা, অমৃত মাইতি, অমিত কাশ্যপ, অমিতাভ মৈত্র, তপন বন্দোপাধ্যায়, তীর্থঙ্কর মৈত্র, মিলু শামস, পিয়াস মজিদ, রোকেয়া ইসলাম, সুধীর সরকার, রফিক উল ইসলাম, সুকুমার বাকচি, হরপ্রসাদ সাহু, গাজী লতিফ, রাজকুমার রায় চৌধুরী, আশিষ মিশ্র, তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ, ধীমান চক্রবর্তী, অমলেন্দু বিশ্বাস, মহুয়া ব্যানার্জী, সুনীল মাঝি, জয়ন্ত চট্টোপাধ্যায়, মৃণালকান্তি দাশ, জাহিদ মুস্তফা, চৈতালী চট্টোপাধ্যায়, ষষ্ঠী দত্ত, শংকর চক্রবর্তী, তৌফিক জহুর, সৌমনা দাশগুপ্ত, সুস্নেলী দত্ত, শান্তা মারিয়া, অচিন্ত্য নন্দী, ইরা দোলুই, মামুন রশীদ, অংশুমান চক্রবর্তী, সঞ্চয় মুখোপাধ্যায় প্রমুখ।
সদ্য প্রয়াত কবি ও বাচিক শিল্পী মিতালী ত্রিপাঠীর স্মরণে আয়োজিত এ উৎসবে মোট ২৪৯ জন কবির কবিতা উন্মুক্ত করা হয়।
আয়োজক বিশ্ব বন্দোপাধ্যায় জানিয়েছেন, এ উৎসব দুই বাংলায় সমান জনপ্রিয়তা লাভ করেছে। উৎসব কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কবি সিদ্ধার্থ সাঁতরা। তাকে সহযোগিতা করেন শুক্লা বন্দোপাধ্যায় এবং রীতা বেরা দেব।