বাংলা ভাষার সঠিক প্রয়োগ নিয়ে এক উদ্যোগীর নাম পার্থ ভট্টাচার্য। বসবাস আমেরিকার নিউ জার্সিতে।
পার্থ ভট্টাচার্য জানিয়েছেন, সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি বাংলা ভাষার সঠিক প্রয়োগের এই প্রচেষ্টা শুরু করেছেন।
‘সঙ্গে’ বলুন ‘সাথে’ নয়।ভারতের কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে এই মর্মে একটি ব্যানার ঝুলছিলো। ভাষাবিদের মতামতও নেওয়া হয়েছিল। কিন্তু কে বা কারা শহরে ওই ব্যানার লাগিয়েছেন, তা জানা যাচ্ছিল না। আনন্দবাজার পত্রিকার অনলাইনে খবরটি প্রকাশিত হলে কলকাতার একটি বিজ্ঞাপনী সংস্থা জানায়, এর পিছনে রয়েছেন প্রবাসী বাঙালি পার্থ ভট্টাচার্য।
আনন্দবাজার পার্থর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাংলা ভাষার ‘শুদ্ধকরণ’-এর অভিপ্রায়েই ওই ব্যানার তিনি একটি সংস্থাকে দিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় টাঙিয়েছেন। তাঁর ইচ্ছা, এমন ‘কাজ’ তিনি ভবিষ্যতেও করবেন।
কিন্তু হঠাৎ ভাষা শুদ্ধিকরণের এমন ভাবনা কেন? পার্থ বলছেন, ‘হঠাৎ নয়। এটা আমার ছাত্রাবস্থার ভাবনা। তখন থেকেই শুনি, ‘সঙ্গে’ নয়, অনেকেই দিব্যি ‘সাথে’ বলছেন। কত জনকে এখনও বলতে শুনি ‘বিবাদমান’। ওটা যে ‘বিবদমান’ হবে, তা নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। কত সহজে কত লোক ‘উপচার’-কে ‘উপাচার’ করে দিয়েছে। তখন থেকেই ভাবতাম, এটা নিয়ে বাঙালিকে সচেতন করতে হবে। কিন্তু এত দিনে কাউকে দেখলাম না এ সব নিয়ে কথা বলছেন! শুধু বইতেই রয়ে গেল এ সব শব্দ। তাই এই বয়সে এসে আমি একটা চেষ্টা করছি।’