তোমার মিহি স্পর্শে

জমির উদ্দিন মিলন

 

তোমার মিহি স্পর্শে আগুন নিমিষেই জন্ম দিলো
কোমল প্রেমে বিস্তৃত প্লাবন
অনিবার্য প্রতিক্রিয়া
দীর্ঘদিন ঝুলে থাকা কষ্টের আবরণ খসে খসে
সবুজের সমারোহ সুউচ্চ করে তুললো
আমার জগৎ সংসার হয়ে উঠলো
প্রাণবন্ত উৎসবমুখর
অতটুকু চাইনি। পরিমিত পরিমাণ ছিল
আমার আকাঙ্ক্ষা জুড়ে

 

 

তৃষ্ণায় ক্লান্তিতে ভরপুর
উদাস সন্ধ্যা রাত্রির নিস্তব্ধতা বিদীর্ণ করা
খরায় চৌচির হওয়া আমার আঙিনা জুড়ে
এখন তোমার গন্ধ, চিরচেনা সে সুর
মুহূর্তে মৌ মৌ করে উঠলো
তোমার মিহি স্পর্শে
তুমি সত্যি জাদু কাঠি?
নাকি আমার ভালবাসার
বন্ধনের বেডে উঠা চারাগাছ

Print Friendly

Related Posts