জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-১০০ তম আয়োজনে কবি বিমল সাহার জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংস্কৃতিকধারার উপদেষ্টা সংস্কৃতিজন বিকাশ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি মানিক চক্রবর্তী। মোমিন মেহেদী ও শান্তা ফারজানা নিবেদিত আয়োজনে লেখা পাঠ-শুভেচ্ছা তর্পনে অংশ নেন কবি মানিক চক্রবর্তী, ওয়াজেদ রানা, ইভানা শাহীন, জোবায়ের মাতাব্বর, কথাশিল্পী স্মৃতিকণা চৌধুরী প্রমুখ।
শনিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বৈশাখী রেস্তোরা মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে বক্তারা বলেন, কবি বিমল সাহার মত শত শত লেখক-কবি-সাহিত্যিক-সাংবাদিক জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলা’র আন্তরিকতা পেয়ে অনুপ্রাণিত হয়েছেন লেখনির জন্য-শিল্পের জন্য। এই ধারাবাহিকতায় অব্যহত রাখতে অতিতের মত আগামীতেও প্রকৃত সাহিত্য-সংস্কৃতিসেবকগণ পাশে থাকবে।
আয়োজনে কবি বিমল সাহা একাধিক কবিতা ও গান পরিবেশন করেন। একাধিক কবিতা পাঠ করেন কবি মানিক চক্রবর্তী। এরপর কেক কেটে কবি বিমল সাহাকে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।