হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও তাদের নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে স্পষ্ট হয়, ঘোলা পানিতে মাছ শিকার করাই বিএনপি’র উদ্দেশ্য। তারা রাজনীতিতে মিথ্যা ও ষড়যন্ত্রের চর্চা করে। খালেদা জিয়ার নেতৃত্বে ১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে বিএনপি। এখনও দেশকে অস্থিতিশীল করতে তাদের চক্রান্ত-ষড়যন্ত্র চলমান।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজয় র্যালিপূর্ব সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, জাতীয় নির্বাচনের দুই বছর বাকী থাকতেই বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা মিথ্যার আশ্রয় নিয়ে ও জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সতর্ক থাকতে হবে।
পরে বিশাল বিজয় মিছিলটি হবিগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলপূর্ব সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক চৌধুরী, আফিল উদ্দিন, ডা. অসিত রঞ্জন দাশ, প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, সুলতান মাহমুদ, এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, নুরুল ইসলাম তালুকদার, আতাউর রহমান, আব্দুল মোছাব্বির বকুল, রুকন উদ্দিন তালুকদার, মিজানুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সৈয়দ আফজাল আলী দুদু, চৌধুরী আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক হোসাইন মো. আদিল জজ মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।
মামুন/হবি