বরিশালে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার

খান মাইনউদ্দিন, বরিশাল :  বরিশাল-ঝালকাঠি মহাসড়কের শ্রীরামপুর এলাকায় মো. সোবাহান খলিফা (৫২) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকার আ. রশিদ ফরাজীর ছেলে আ. রহমান ফরাজী ওরফে মিন্টু ফরাজী (৫২), বরিশাল সদর উপজেলার নৈমিত্র এলাকার মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে মো. রুবেল হাওলাদার (৩৫) ও দুর্গাপুর এলাকার মৃত আফসের খানের মো. জসিম খান কেন্নান ওরফে হান্নান (৩৮)। মিন্টু ফরাজী বর্তমানে বাকেরগঞ্জ উপজেলার কাটাদিয়া আকন বাড়ি এলাকায় বসবাস করেন।
এরআগে গত ১৭ ডিসেম্বর দিনগত রাতের যেকোনো সময় ওই চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরদিন (১৮ ডিসেম্বর) সকালে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের পাশে ওই অটোচালকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত সোবাহান খলিফার ছেলে আল মামুন খলিফা বাদি হয়ে গত ১৯ ডিসেম্বর নলছিটি
থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, ‘প্রথমে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় শ্বশুর বাড়ি থেকে মিন্টু ফরাজী গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেল ও জসিমকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও জানান, ‘গ্রেপ্তারকৃতরা একটি ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এই প্রাইভেটকার ব্যবহার করে তারা বিভিন্ন স্থানে ছিনতাই করতো।’
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Print Friendly

Related Posts