এসএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ১০০%

জিপিএ-৫ পেয়েছে ৯৯৭ জন

 

প্রতি বছরের ন্যায় ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ।

এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে মোট ১৬৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৬৩১ জনই পাস করে অর্থাৎ পাসের হার ১০০%।

পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৯৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনের হার ৬১.১৩%।
বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩৮৫ জন। পাসের হার ১০০%। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ৯৬৮ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জনের হার ৭০%। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগেও পাসের হার ১০০% এবং জিপিএ-৫ অর্জন করে ২৯ জন।

উল্লেখ্য, দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। শুরু থেকেই প্রতিষ্ঠানটি এইচএসসি, এসএসসি, জেএসসি এবং পিইসিতে নিয়মিতভাবে সেরা ফলাফল অর্জন করে আসছে। প্রতিটি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.) বলেন, আমাদের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ সারাবছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। অর্থাৎ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পুরো শিক্ষাবর্ষে একসাথে এগিয়ে চলি এবং একটি সেরা ফলাফল অর্জনে সক্ষম হই।

তিনি বলেন, পরীক্ষায় ভালো ফল লাভের পাশাপাশি একজন শিক্ষার্থী যেন ভালো মানুষ হয়ে জীবন গড়তে পারে সে ব্যাপারেও মাইলস্টোন কলেজ সর্বদা সচেষ্ট থাকে। এ জন্য নিয়মিত পড়াশুনার পাশাপাশি সকল প্রকার সহ-শিক্ষা কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.) মাইলস্টোন কলেজ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে প্রতিটি পরীক্ষায় আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র: শাহ বুলবুল

Print Friendly, PDF & Email

Related Posts