বছরের শেষদিনে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত

দেশে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ধরা পড়েছে আরও তিনজনের শরীরে। এ নিয়ে ওমিক্রনে দেশে মোট ১০ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ভাইরাসের জিনোম সিকোয়েন্সের ডেটা সংরক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে শুক্রবার বিকালে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্য বলছে, নতুন তিনজন আক্রান্ত ব্যক্তিরা সবাই ঢাকার বাসিন্দা। এদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী পুরুষ এবং ৪৯ ও ৬৫ বছর বয়সী দুইজন নারী রয়েছেন। তারা ।

দেশে প্রথম দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ১১ ডিসেম্বর। আক্রান্তরা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য।তবে তারা সুস্থ আছেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। তার আগের দিন একজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।

Print Friendly

Related Posts