মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্যতিক্রমী গ্রাম্য উৎসব উদযাপন করা হয়েছে।
উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় মুকুল ফৌজ মাঠে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা সহ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ড. কৃষাণ মোস্তফা, ধামরাই পৌরসভার সাবেক কাউন্সিলর মালেকা বেগম, মকুল ফৌজ মাঠ কমিটির সভাপতি বদরুল সরদার, কুল্লা ইউপি সদস্য পলান আলী, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক নেতা এসএম নজরুল ইসলাম, কৃষক ঐক্য পরিষদের সভাপতি আরমান হোসেন প্রমুখ।
পরে মকুল ফৌজ মাঠ কমিটির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ড. কৃষাণ মোস্তফা।
করোনার বিষণ্নতা কাটিয়ে উঠতে এই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছর একইভাবে গ্রামীণ উৎসব পালন করার প্রত্যয় জানান উপস্থিত সকলে।