বাউল ছদ্মবেশে গানের মডেল, আসলে ভয়ঙ্কর খুনি

খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল হোসেন ওরফে সেলিমকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১২ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গানের মডেলের আড়ালে হেলাল উত্তরবঙ্গের একজন ভয়ঙ্কর খুনি। তার বিরুদ্ধে ওই এলাকায় তিনটি হত্যা মামলা রয়েছে। ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের মডেল হয়ে বেশি পরিচিতি পান তিনি। গানের বাউল ওরফে মডেল সেলিম ওরফে খুনি হেলাল হিসেবেও পরিচিতি রয়েছে তার।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সেলিম বিভিন্ন মাজার বা রেলস্টেশনে থাকতেন। যতটুকু আমরা জানতে পেরেছি, সেলিম অন্তত তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বাউলের বেশভূষা নিয়ে বহু বছর ধরে সে নিজেকে আড়াল করে রেখেছে।’

তিনি বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

https://youtu.be/2BjYPFBh4Zc

Print Friendly

Related Posts