টিকাকেন্দ্রে লাইন ভঙ্গ করে প্রবেশে বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবকদের মারধর

মানিকগঞ্জ সদর হাসপাতালের করোনার টিকাকেন্দ্রে লাইন ভঙ্গ করে জোরপূর্বক  প্রবেশ করার চেষ্টাকালে বাঁধা দেওয়ায়  মো. মিলন (২৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্বেচ্ছাসেবকদের মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে মো. মিলন নামের এক ব্যক্তি টিকাকেন্দ্রে লাইন ভঙ্গ করে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় রেড ক্রিসেন্টের সদস্যরা তাকে বাঁধা প্রদান করেন। পরে মিলন টিকা নিয়ে বের হয়ে গিয়ে ১৪/১৫ জন লোক নিয়ে এসে রেড ক্রিসেন্ট সদস্যদের উপর হামলা করেন। এ সময় হামলায় কয়েকজন স্বেচ্ছাসেবক কর্মী আহত হয়।

আহত রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক প্রীতম দাস জানান, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেও যদি এরকম হয় তাহলে কিভাবে সমাজসেবার দায়িত্ব পালন করবো । এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুর রউফ মুঠোফোনে বলেন, এ বিষয়ে লিখিত  অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেডএইচসি / মানিকগঞ্জ

Print Friendly

Related Posts