বরগুনায় বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

ইফতেখার শাহীন: শনিবার সকাল ১১ টার দিকে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজড়াভাঙ্গা এলাকায় ধানক্ষেত থেকে একটি বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করেন গ্রামবাসী। সকালে  ধানক্ষেতে ওই শকুনটি দেখতে পায় স্থানীয়রা। পরে গ্রামবাসীরা শকুনটিকে উদ্ধার করেন।

বরগুনা সদর উপজেলা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন পাঠিয়ে শকুনটি উদ্ধার করেছি। কিভাবে কোথা থেকে শকুনটি এসেছে তা বলা যাচ্ছেনা। সুস্থ হলে কর্তৃপক্ষের নির্দেশ মত শকুনটি অবমুক্ত করা হবে বলে তিনি জানান।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, হাবিবুর রহমান বলেন, শকুনটি খুবই অসুস্থ। মাথাসহ শরীরে আঘাত মনে হচ্ছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যতক্ষন পর্যন্ত সুস্থ না হবে আমরা চিকিৎসা দিয়ে যাব।

Print Friendly

Related Posts