ঋণের টাকা ফেরত দেয়নি বলে শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

ইফতেখার শাহীন ও সাগর আকন: বরগুনার বেতাগি উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের পুলেরহাট এলাকার পরিমল চন্দ্র ঢাকীর ছেলে উজ্জ্বল ঢাকী এলাকার ব্যবসায়ী মো. আরাফাতের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধে বিলম্ব হওয়ায় ২৪ জানুয়ারি ব্যবসায়ী আরাফাত স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রাজু মৃধার সহায়তায় উজ্জ্বলকে শিঁকল দিয়ে বেঁধে রাখে। পরে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়। ভুক্তভোগী উজ্জ্বল ঢাকী উপজেলার কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

উজ্জ্বলের বাবা পরিমল ঢাকী জানান, যে কারও ধার দেনা থাকতে পারে, এজন্য শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করতে হবে? অপমানে ছেলেটা মানষিকভাবে ভেঙ্গে পড়েছে।

ভুক্তভোগী উজ্জ্বল বলেন, সে আমাকে একা পেয়ে সাবেক ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে শিকল দিয়ে বেঁধে মারধর করে। এছাড়া নির্বাচনের সময় আমার পরিবার ওই ইউপি সদস্যের পক্ষ না করায় আমাদের ওপর ক্ষীপ্ত হয়ে সে এমন কাজ করেছে।

ব্যবসায়ী আরাফাত বলেন, উজ্জ্বল ও তার পরিবার আমার পরিচিত। আগে অনেকবার তার সাথে টাকার লেনদেনও হয়েছে। তবে এইবার টাকা দিতে বিলম্ব করায় আমি ওকে দোকানে বসিয়ে রেখেছি। কে বা কারা উজ্জ্বলকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলো আমার জানা নেই।

সাবেক ইউপি সদস্য রাজু মৃধা বলেন, বিষয়টি দৃষ্টিকটু হয়েছে। তবে এ ছাড়া টাকা উঠানোর কোনো উপায় ছিলো না। তবে তাকে মারধর করা হয়নি।

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

Related Posts