দিনাজপুর প্রতিনিধি: চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২/১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য কিছুটা বাড়তে পারে এবং কিছু কিছু স্থান থেকে শৈত্যপ্রবাহটি প্রশমিত হতে পারে।
দিনাজপুরে রোববার (৩০ জানুয়ারি) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, সকালে বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯০ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে গতিবেগ ঘণ্টায় ৮-১০ কিলোমিটার হতে পারে।
এছাড়া রংপুরে ৯.৫, সৈয়দপুরে ৮.২, রাজারহাটে ৭.৫, ডিমলায় ৮.৯, নওগাঁয় ৮.৫, চুয়াডাঙ্গায় ৮.৬, রাজশাহীতে ৮.৬, শ্রীমঙ্গলে ৯.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।