জামিন পেলেন অভিযান ১০ লঞ্চের মালিক

বরগুনা প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার আদালতে দায়ের করা মামলায় এমভি অভিযান ১০ লঞ্চের মালিক মো. হাম জালাল শেখকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুব আলম তার জামিন মঞ্জুর করেন।

হাম জালাল শেখের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, গত ২৩ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০৪, ২৮৪,২৮৫,২৮৭,৩৪ ধারায় মামলা দায়ের করেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির। পরে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় লঞ্চের মালিককে। গত রোববার তার জামিনের আবেদন করলে আজ (বৃহস্পতিবার) আদালত লঞ্চ মালিকের জামিন মঞ্জুর করেন।

মামলায় রাষ্টপক্ষের হয়ে জামিনের বিরোধিতা করেন কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই) জহিরুল ইসলাম।

জহিরুল ইসলাম বলেন, আমি জামিনের বিরোধিতা করেছি। বিচারক জামিন দিয়েছেন। তবে, ঢাকার স্পেশাল আদালতে এই বিষয়ে একটি মামলা চলমান। সেই মামলায় কারাগারে আছেন লঞ্চের মালিক।

Print Friendly, PDF & Email

Related Posts