দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, সকালে বৃষ্টির পরিমাণ রেকর্ড হয়েছে ৭.২ মিলিমিটার। ভোর রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
তিনি বলেন, আজ (শুক্রবার) ভোর রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। দিনাজপুরে সকাল ৬ টায় সর্বমোট বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৭.২ মিলিমিটার ।
তিনি আরও জানান, গত রাত থেকে দেশের দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, খুলনা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে বা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।