এবার চট্টগ্রামের অধিনায়ক আফিফ, তারপর কে?

বিপিএলের চট্টগ্রাম পর্বে মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে নাঈম ইসলামকে অধিনায়ক করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নাঈমের নেতৃত্বে চার ম্যাচ খেলার পর আবার নেতৃত্বে এলো বদল। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাকে সরিয়ে আফিফ হোসেনকে অধিনায়ক নিযুক্ত করেছে ফ্র‍্যাঞ্চাইজিটি। অধিনায়কত্ব হারানোই শুধু নয়, একাদশে জায়গাও হয়নি নাঈমের।

সিলেট পর্বের দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মিনিস্টার ঢাকার বিপক্ষে খেলতে নামে চট্টগ্রাম। এদিন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টস করতে নামেন আফিফ। তখনই জানা যায় চট্টগ্রামের অধিনায়ক পরিবর্তনের বিষয়টি। পরে টিম তালিকা দেখে আরো স্পষ্ট হয়।

অধিনায়ক পরিবর্তন নিয়ে চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের দলে কোনো সমস্যা নেই। শেষ মুহূর্তে কেন অধিনায়ক পরিবর্তন হয়েছে সেটা টিম ম্যানেজমেন্ট ব্যাখা দিতে পারবে। তবে এটা সত্যি যে কোনো সমস্যা নেই।’

এর আগে মিরাজকে বাদ দিয়ে নাঈমকে অধিনায়ক করা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। মিরাজ ওই সিদ্ধান্ত মানতে না পেরে দল ছাড়তে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডে দুই পক্ষকে নিয়ে শুনানি হয়। দুই পক্ষই দোষ স্বীকার করায় বোর্ড সন্তুষ্ট হয় এবং সতর্ক করে দেওয়া হয়। এর মধ্যে আবার দলটি নেতৃত্বে বদল নিয়ে আসলো।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, আরাফাত সানি, ইবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ফজল হক ফারুকি, কাইস আহমেদ।

Print Friendly

Related Posts