নলতা চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক প্রাক্তন ইউএইচও ডাঃ শেখ আকছেদুর রহমানের নেতৃত্বে উক্ত ক্যাম্পে রোগী দেখেন কালিগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ দেবীপ্রসাদ নয়ন, ডাঃ আবু হাসান ও ডাঃ অমরেশ হালদার। তাদেরকে সহযোগিতা করেন নলতা ম্যাটসের তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও রোভার স্কাউটস গ্রুপ সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আবু রাহান তিতু, আয়োজক কমিটির চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াস সেক্টর প্রধান ইকবাল মাসুদ, জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ মোঃ আবু তালেব, প্রভাষক হাফিজুর রহমান, সেরাজুজ্জামান, মিজানুর রহমান, কামরুজ্জামান, মোজাফফর হোসেন ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। ক্যাম্পে ৮০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।