যে কারণে অবিক্রিত সাকিব

অ-ভারতীয় স্পিনার-অলরাউন্ডারদের মধ্যে বিশ্বসেরা তারকাদের প্রায় সবাইকে আগেই বিভিন্ন দল রেখে দেওয়ায় মনে করা হয়েছিল, সাকিব আল হাসানকে নিয়ে বুঝি আইপিএলের নিলামে আজ (শনিবার) টানাটানি হবে।

কিন্তু না, বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের জন্য নিলামের প্রথম দফায় কোনো দলই দর হাঁকায়নি। অবিক্রিতই থেকে গেলেন সাকিব!

সম্ভবত পুরো আইপিএলে তাকে পাওয়া নিয়ে সংশয়ই সাকিবের অবিক্রিত থেকে যাওয়ার মূল কারণ। আইপিএলের শুরু আর শেষের দিকে যে বাংলাদেশ জাতীয় দলের দুটি সিরিজ আছে! একটি দক্ষিণ আফ্রিকার মাটিতে, অন্যটি নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।

আইপিএলের শুরুর দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে ২৭ মার্চই সেটি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের তিন ওয়ানডের সিরিজ শুরু হবে ১৮ মার্চ, শেষ হবে ২৩ মার্চ। দুই টেস্টের সিরিজ ৩১ মার্চ শুরু হয়ে শেষ হবে ১২ এপ্রিল, যদিও টেস্ট সিরিজে সাকিব খেলবেন না বলেই গুঞ্জন শোনা যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর বাংলাদেশ নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সেই দুই টেস্ট হবে মে মাসে। তখন আইপিএলের শেষ অংশ চলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দুদিন আগে জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন বলে বিসিবিকে জানিয়ে দিয়েছেন সাকিব। কিন্তু সেই সিরিজে খেলতে গেলে ৮ থেকে ২৩ মে পর্যন্ত আইপিএলে সাকিব খেলতে পারবেন না বলে বিসিসিআইকে জানিয়ে দিয়েছে বিসিবি, ভারতীয় সংবাদমাধ্যমের খবর এমনই।

ভারতের বেঙ্গালুরুতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে আজ (শনিবার) মোস্তাফিজুর রহমানকে নিল দিল্লি।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তাকে সে দামেই নিল দিল্লি ক্যাপিটালস।

বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য নিলামের প্রথম দফায় কোনো দলই দর হাঁকায়নি। অবিক্রিতই থেকে গেলেন সাকিব!

সম্ভবত পুরো আইপিএলে তাকে পাওয়া নিয়ে সংশয়ই সাকিবের অবিক্রিত থেকে যাওয়ার মূল কারণ। আইপিএলের শুরু আর শেষের দিকে যে বাংলাদেশ জাতীয় দলের দুটি সিরিজ আছে! একটি দক্ষিণ আফ্রিকার মাটিতে, অন্যটি নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।

Print Friendly

Related Posts