ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার প্রতিষ্ঠাকালীন সময় প্রতিষ্ঠিত বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর আনুষ্ঠানিক নতুন কমিটির ঘোষণা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চান্দুরাস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে এস এম কামরুল হাসান শান্তের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট তানবীর ভূঞা।
এসময় প্রেসক্লাব এর সদস্য সুলতান মাহমুদ সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মীর্জা মোহাম্মদ হাছান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাখলু আক্তার,বিজয়নগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর এনামুল হক সুমন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাস্টার,এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, বিজয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বিজয়নগর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুর রশিদ মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-বিজয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক অশোক রায় চৌধুরী,বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সারোয়ার হাজারী পলাশ, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক আনিসুর রহমান খান বাপ্পি, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আশরাফুল আলম সুমন, জেলা শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান খাঁন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন রমজান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম দেওয়ান, বিজয়নগর উপজেলার স্কাউট লিডার আশিকুর রহমান মাস্টার, বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম, চান্দুরা সিএনজি স্ট্যান্ড এর সভাপতি নিয়াজ মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিন মিয়া, চান্দুরা সিএনজি স্ট্যান্ড এর মালিক সমিতির সভাপতি মন্টু মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজ্জম, শ্রমিক নেতা মিসির আলি, আবুল হোসেন, বিজয়নগরের বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, সাউথইস্ট ব্যাংকের আউলিয়া বাজার শাখার ম্যানেজার শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে এস এম কামরুল হাসান শান্ত কে সভাপতি ও মুহাম্মদ মহসিন আলী কে সাধারণ সম্পাদক করে ১১সদস্যবিশিষ্ট্য ২ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কাজী আল আমিন ও এস এম টিপু চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল খান সোহেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হালিমা চৌধুরী, কোষাধক্ষ্য মোহাম্মদ হাবিব, কার্যকরী সদস্য মোঃ তাজুল ইসলাম আপন ও কেফায়েত উল্লাহ ভূঁইয়া।
অনুষ্ঠানের পূর্বে বিকালে বিজয়নগরের কৃতি সন্তান, বিজয়নগর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীণ আইনজীবী এডভোকেট মোঃ তানবীর ভূঞা ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।