ইফতেখার শাহীন: জমি ও বসতঘর ফিরে পেতে বরগুনার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে থাকা তিন বোনের জমি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাদের অনশন ভাঙ্গাতে আসেন পুলিশ সুপার জাহাঙ্গির মল্লিক। পুলিশ সুপার তিন বোনের অনশন ভাঙ্গিয়ে তাদের গাড়ীতে করে বামনা উপজেলার গোলাঘাটা গ্রামে জমি উদ্ধারে যান। তিন বোনের চাচা আবদুল মান্নান চাচাতো ভাই শাহজাহান ও কিসলুকে বোনদের জমি বুঝিয়ে দিতে বললে মান্নান বোনদের জমি মেপে ভাগ করে দেন। সেখানে সবার উপস্থিতিতে পুলিশ সুপার ঘোষণা দেন, তার নিজ অর্থায়নে তিন বোনের ঘর তুলে দিবেন।
এ ঘোষণার পর বোন রুবি আক্তার বলেন, আমরা এতিম অসহায়। পুলিশ সুপার আমাদের জমি উদ্ধার করে ঘর তুলে দেয়ার কথা বলেছে, এখন আমাদের মাথা গোজার ঠাঁই হবে।
পুলিশ সুপার জাহাঙ্গির মল্লিক বলেন, জমি উদ্ধার করে দিয়েছি এবং উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বলে দেয়া হয়েছে তিন বোনকে দেক ভাল করার জন্য। কোন সমস্যা হলে পুলিশ তাদের সহায়তা করবে।