ভোলায় কমেছে করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় শনাক্ত ৪

মোকাম্মেল হক মিলন: ভোলায় গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ২ জন ও মনপুরা উপজেলার ২ জন বাসিন্দা রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৮৪৪ জন। মোট সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৫২২ জন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৮ হাজার ৩৭৩ জনের নমুনা সংগ্রহ করে র‌্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে নতুন আরো ২ জন ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ৭ জন বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে।

ভোলায় করোনা আক্রান্ত ৭ হাজার ৮৪৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৫২২ জন। মোট সুস্থতার হার ৯৫.৯। ভোলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts