ইফতেখার শাহীন: বরগুনায় শুক্রবার দিবাগত রাত দেড়টায় শহরের ধানসিঁড়ী এলাকায় দু’টি বসত বাড়ী আগুনে ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান বসতবাড়ির মালিক নিজামুল হক। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সর্কিট থেকে আগুনের সূত্রপাত।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আগুন লাগার প্রথম দিকে ফায়ার সর্ভিসকে ফোন দেয়া হলেও যথা সময়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়নি। এক ঘন্টা পরে যখন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তখন সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ফায়ার সার্ভিসের দায়িত্বে অবহেলাকে দায়ী করছেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। দায়িত্বে অবহেলাকে অস্বিকার করে তিনি বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার পরে আমাদের কিছু সিষ্টেম পার করে ঘটনাস্থলে পৌঁছাতে একটু সময় লাগে।