ইফতেখার শাহীন: সোমবার (৭ মার্চ) দিবাগত রাত ১০ টায় বরগুনা শহরের প্রানকেন্দ্র পশু হাসপাতাল সড়কে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। এসময় চারটি ঔষধের দোকান, একটি আবাসিক হোটেল ও ছয়টি লেপ তোষকের দোকান এবং তিনটি বসতবাড়িসহ ১৫ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা । আগুনের সূত্রপাত কি দিয়ে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শী মোবারক বেডিংএর কালাম বলেন, প্রথমে আমাদের লেপ তোষকের দোকানের উপর থেকে আমি আগুন দেখতে পাই তখন দৌড়ে গিয়ে সবাইকে জানাই।
ব্যবসায়ী এবং এলাকাবাসী দায়িত্বে অবহেলার জন্য ফায়ার সার্ভিস বরগুনা ইউনিটকে দায়ী করছেন।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মির্জাগঞ্জ উপজেলা ইউনিটের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, আমাদের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুড়ি নিয়ন্ত্রণে আসে। তবে, কি থেকে আগুনের সূত্রপাত তা বলা যাচ্ছেনা।