শায়েস্তাগঞ্জ ইউনিয়নে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠিত

অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে: আব্দুর রশিদ তালুকদার ইকবাল

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যকে শপথ বাক্য পাঠ করান ইউএনও নাজরাতুন নাঈম।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল খান। বক্তব্য রাখেন ২৮ পঞ্চায়েতের সভাপতি কাজী মঞ্জু মিয়া, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জমির আলী, সাংবাদিক মুহিন শিপন প্রমুখ।

শপথ গ্রহণকারীরা হলেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ আয়েশা আক্তার লাকী, লাকী আক্তার, নার্গিস আক্তার, সাধারণ সদস্য আব্দুস সালাম, শামিমুর রহমান, খলিলুর রহমান, এখলাছুর রহমান, মোঃ খলিল মিয়া, মোঃ ছাদেক মিয়া, আব্দুল সহিদ, আব্দুল আমিন দুলাল, তাজল মিয়া। শপথ গ্রহণ শেষে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও নাজরাতুন নাঈম বলেন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে সকল কার্যক্রমে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়ে নাগরিকদেরকে ভালভাবে সেবা দিতে হবে। চেয়ারম্যান ও মেম্বার প্রশাসনের অংশ। সবাইকে সাথে নিয়ে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ভালভাবে বাস্তবায়ন করতে এসেছি।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন তৃণমূল জনগণ বহু আশা করে ভোট দেয়। নির্বাচিত হওয়ার পর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে হবে। নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো জনসাধারণকে দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে হবে।

মামুন/হবি

Print Friendly, PDF & Email

Related Posts