উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ঘরের মাঠে হেরে রোনালদোদের বিদায়

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর দুই লেগ মিলিয়ে ২-১ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

মঙ্গলবার (১৫ মার্চ) দিবাগত রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ ব্রুনো ফার্নান্দেস শুরুর একাদশে আসেন পল পগবার পরিবর্তে।

আর মাকার্স রাশফোর্ডকে বেঞ্চে বসিয়ে রাখা হয়।

আতলেতিকোর হোয়াও ফেলিক্স ৩৪ মিনিটে ম্যানইউর ফাঁকা পোস্টে বল জড়ান। কিন্তু তাকে গোলে সহায়তা করা মার্কাস লরেন্তো অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়।

তবে ৪১ মিনিটে ঠিকই লিড নেয় তারা। এ সময় বক্সের মধ্য থেকে ক্রসে বামদিকে বল বাড়িয়ে দেন আঁতোয়া গ্রিজমান। সেটাতে লাফিয়ে উঠে হেড নেন রক্ষণভাগের খেলোয়াড় রেনান লোদি। বল কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ম্যানইউ গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা করে। কিন্তু জালের নাগাল পায়নি। তাতে ঘরের মাঠে ১-০ গোলে হেরে বিদায় নেয় তারা।  মেসি-নেইমারদের পিএসজি বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। এবার রোনালদোরও হলো একই পরিণতি।

Print Friendly, PDF & Email

Related Posts