ইফতেখার শাহীন: বরগুনা শহরের শের-ই-বাংলা রোডের মুন্সী ষ্টোরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ৩৬০ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে বরগুনার মাছ বাজার সংলগ্ন খালের পাড়ে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯ টায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড এ্যাসিষ্ট্যান্ট মনোয়ার হোসেন, মেরিন ফিসারীজ প্রজেক্ট স্বপন মন্ডল ও আবদুর রাজ্জাক।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মৎস্য শিকারিরা নিষিদ্ধ এই জাল দিয়ে দেশীয় প্রজাতির পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করে আসছে। অবৈধ এই জাল ব্যবহার করে মৎস্য আহরণ রোধে আমাদের অভিযান অব্যহত থাকবে।