নবীনগরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ই. হোসাইন, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “মুক্তির উৎসব ও সুবির্ণজয়ন্তী- নামক মেলা অনুষ্ঠিত হচ্ছে৷
এতে প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম, সার্বিক তত্বাবধানে  ছিলেন ইউএনও  একরামুল ছিদ্দিক।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ মার্চ) মেলার দ্বিতীয় দিনে উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷বিতর্কের বিষয় ছিল “শিশুদের অধিকার রক্ষায় শিক্ষকের ভূমিকাই যথেষ্ট৷” এতে প্রথম স্থান অধিকার করে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের বিতর্ক দল৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার ইতি বেগম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিন মনির, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নাল চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নবীনগর শাখার সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, সাবেক বিতার্কিক ও প্রভাষক  জাহিদুল হক, সিনিয়র সাংবাদিক জ. ই বুলবুল,স্হানীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি  তৌফিকুর রহমান সহ আরো অনেকে৷
Print Friendly, PDF & Email

Related Posts