ইফতেখার শাহীন: বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া বাজার হতে দক্ষিণ লেমুয়া স্কুল পর্যন্ত রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার চার গ্রামের মানুষ।
রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে মেরামত না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায় ১ কিঃ মিঃ রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বেশ কয়েক বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হয়ে দুর্ভোগ চরমে ওই এলাকার বাসিন্দাদের। শুধু গাড়ি চালক নয়,পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠেছে এ রাস্তাটি।
এলাকাবাসী জানান, এলজিইডির আওতাধীন এ রাস্তাটি প্রায় ১০ বছরেও মেরামত হয়নি। এ সড়কের বেহাল অবস্থার কারনে প্রতিদিন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজনের চলাচল, পন্যবাহী পরিবহন এবং প্রসূতি রোগীদের দ্রুত জেলা সদর হাসপাতালে নিতে দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
এবিষয়ে ঢলুয়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, অনেক বছর ধরে এ রাস্তাটি সংস্কারের কাজ হয়নি, তাই বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে প্রায়ই ঘটছে দূর্ঘটনা । দ্রুত এ রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই।
এ বিষয়ে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি বলেন, শিঘ্রই এই রাস্তার প্রস্তাব পাঠাবো।