চেন্নাই-কলকাতা ম্যাচ দিয়ে আজ আইপিএল শুরু

আজ (২৬ মার্চ) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের ধামাকার আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগের আসর থেকে দুটি দল বেড়ে দশ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ১৫তম আসর। প্রথম দিনেই মাঠে নামছে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

দীর্ঘ দিন ধরে চেন্নাইয়ের অধিনায়কত্ব করা মাহেন্দ্র সিং ধনী এবার দায়িত্ব তুলে দিয়েছে রবিন্দ্র জাদেজার কাঁধে। কলকাতার অধিনায়কত্বেও এসেছে পরিবর্তন। দিল্লি থেকে কলকাতায় যোগ দেয়া শ্রেয়াস আইয়ারের কাঁধে তাদের অধিনায়কত্বের ভার। চেন্নাইয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে কলকাতা। মুখোমুখি ২৭ দেখায় চেন্নাইয়ের জয় ১৮টি ও কলকাতা জয় ৮ টিতে। পরিত্যক্ত হয় অন্য ম্যাচটি। গত আসরে তিনবারের দেখায় তিনবারই জিতেছে চেন্নাই।

বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের দল দিল্লির ম্যাচ আগামীকাল, মুম্বাইয় ইন্ডিয়ান্সের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮ টায় মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Print Friendly, PDF & Email

Related Posts