ভোলায় মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

মোকাম্মেল হক মিলন, ভোলা: ভোলা সদর উপজেলার শহরের পৌর ১ নং ওয়ার্ডে শত বছরের পুরনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হওয়া পিতলের ৬টি রাধা কৃষ্ণেরজীব বিগ্রহ, ৬টি গোপাল বিগ্রহসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সাথে চুরির ঘটনা জরিত ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) দুপুরে ভোলা থানায় প্রেস ব্রিফিং এ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, গত ২১ মার্চ দিবগত রাতে ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হয়। এঘটনায় মুন্দিরের সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে একটি মামলা করেন।

এ ঘটনার ৫ দিন পর ২৬ মার্চ ভোলা ডোম পট্টি এলাকা থেকে চুরির ঘটনার সাথে জড়িত সুমন (২৮), নয়ন (২১), নুর আলম (২০) কে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মতে মাটি নিচে ও ট্যাংকির ভিতর থেকে ছোট বড় বিভিন্ন সাইজের ১০টি পিতলের মুর্তি, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts