রমজানে ক্লাসের সময়সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতি ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৮টায়। চলবে ১১টা ১০মিনিট পর্যন্ত। দিবা শাখায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস এবং এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে।

মাউশি থেকে জানানো হয়, ক্লাস পরিচালনা জন্য স্ব প্রতিষ্ঠান রুটিন প্রণয়ন করবে।

সাধারণত রমজানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। মাউশির ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে।

যদিও এ ঘোষণার বিরোধিতা করে আসছেন শিক্ষকরা। রমজানে ক্লাস বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রমজানে ছুটি বাড়াতে পারে শিক্ষামন্ত্রী ইতোমধ্যে ইংগিত দিয়েছেন। তবে ঠিক কতদিন ছুটি বাড়তে পারে সেটি এখনো ঘোষণা করা হয়নি।

Print Friendly

Related Posts