লাখাই থেকে মদনটাক উদ্ধার, চিকিৎসা চলছে

হবিগঞ্জ প্রতিনিধি: মদনটাক, বিশাল অবয়বের এই পাখিটি এখন বিপন্নপ্রায়। হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মামুন মিয়ার পুকুর পাড়ে অসুস্থ অবস্থায় পড়েছিলো একটি অসুস্থ মদনটাক।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পাখিটিকে আগলে রেখে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে খবর দেন।

হবিগঞ্জ জেলার লাখাই থেকে অসুস্থ অবস্থায় একটি মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কমকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীসহ অফিস স্টাফরা পাখিটিকে উদ্ধার করে অফিসে নিয়ে আসেন।

তোফায়েল আহমেদ চৌধুরী জানান উদ্ধার হওয়া মদনটাক পাখিটির চিকিৎসা চলছে। সুস্থ হলেই বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, এ পাখি সাধারণত বড় কোনো বিলের কাছে, নদীর মোহনার কাছাকাছি নিরাপদ স্থানে বাস করে। সারা বিশ্বে বিপন্ন ও বিরল হিসেবে পরিচিত মদনটাককে বাংলাদেশে অনেকে হারগিলাও বলে থাকেন।

মামুন/হবি

Print Friendly

Related Posts