রোজায় স্কুল-কলেজ ২০ এপ্রিল পর্যন্ত খোলা

রমজান মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শুধু রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা বলা হয়েছিল। এর পর থেকে ছুটি বাড়ানোর দাবি জানান শিক্ষকরা। তাদের দাবির প্রেক্ষিতে সাপ্তাহিক ছুটি দুই দিন এবং ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

Print Friendly, PDF & Email

Related Posts