মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে জমি-জমা বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী মোকছেদ আলীকে অপহরণ করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে । এঘটনায় ধামরাই থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেছে ওই ভোক্তভোগী ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় নিজ বাড়ির সামনে থেকে সাদা মাইক্রোবাসযোগে অপহরণ করে দুর্বৃত্তরা।
ভূক্তভোগী ও সাধারন ডায়েরিসূত্রে জানা যায়, উপজেলার বালিথা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ব্যবসায়ী মোকছেদ আলীর সাথে প্রতিপক্ষের দীর্ঘদিন যাবত জমি-জমার বিরোধ চলে আসছিল। আর এই জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী মোকছেদ আলীকে সাদা গাড়ীতে করে অপহরণ করে সুখিপুর নামক স্থানে নিয়ে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে দূর্বৃত্তরা। এমন অভিযোগ করেন ভূক্তভোগী। আর এ ঘটনায় ওই ভূক্তভোগী বাদী হয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ধামরাই থানার সাধারণ ডায়েরি নম্বর- ২৫১ ।
এব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, সাধারন ডায়েরির বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।