সমাজসেবা ব্যক্তিত্ব ও মানবতাবাদী মাইনউদ্দিন আহমেদ জাহাঙ্গীর আর নেই

ভোলা জেলার চরফ্যাশনের কৃতি সন্তান, সমাজসেবা ব্যক্তিত্ব ও মানবতাবাদী আ হ ম মাইনউদ্দিন আহমেদ জাহাঙ্গীর আর নেই।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৮ টায় তিনি ঢাকার উত্তরায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বিটিভির এক সময়ের ইংরেজি সংবাদ পাঠিকা ও সমাজকর্মী দিলরুবা হায়দার তার সহধর্মিনী।তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

চরফ্যাশনের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হিসেবে পরিচিত এ কে এম আবদুল মতিন মিয়া তার বাবা।

মাইনউদ্দিন আহমেদ জাহাঙ্গীর একাধারে অনেক সামাজিক ও মানবিক দায়িত্ব পালন করে গেছেন। তিনি জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ, ইউএনডিপির আইন বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইস্টিটিউট এবং আইন অনুষদের ছাত্র ছিলেন।তিনি চরফ্যাশন এতিমখানা, ফাতেমা মতিন মহিলা কলেজ, চরফ্যাশন হাফেজিয়া মাদরাসাসহ বহু প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা। তার মৃত্যুতে চরফ্যাশনের গরীর দুখী মানুষ যেন একজন বটবৃক্ষকে হারালো।

আহম মাইনউদ্দিন আহমেদের ছেলে ম্যাগনাস মাঈন আহমেদ বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন উত্তরা ১১ নম্বর সেক্টরের মসজিদে বাদ ফজর মরহুমের জানাজা শেষে বেলা ১১টার দিকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঢাকা/টিপু

Print Friendly

Related Posts