শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট কালোবাজারীদের ধরার নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকেট কালোবাজারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কয়েকজন সদস্য জংশনে ট্রেনের টিকেট কালোবাজারীর অভিযোগ তুললে তিনি (এমপি) এই নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, মাদক সমাজকে হুমকীর মুখে নিয়ে যায়। মাদক থেকেই অপরাধ শুরু হয়। মাদক বিক্রেতা ও সেবনকারী কাউকে রেহাই দেওয়া যাবে না। মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে। মাদকের সাথে জড়িত কাউকে কোন প্রকারের ছাড় দেওয়া যাবে না। সেই সাথে পৌর শহরকে যানজট মুক্ত রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মোতাহার হোসেন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মদ, ট্রাফিক ইন্সপেক্টর মো. বিল্লাহ হোসেন, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল খান, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রমাপদ দে, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, শায়েস্তাগঞ্জ র‌্যাব অফিসের আনোয়ার হোসেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর, প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ।

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts