ধামরাইয়ে মিয়াজউদ্দিন ব্রিকসসহ ৩ ভাটাকে মোটা অংকের জরিমানা

রাসেল হোসেন, ধামরাই: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদন বিহীন ইটভাটা বন্ধে ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে মিয়াজউদ্দিন ব্রিকস, মেসার্স বাংলা ব্রিকস ও নরুল ব্রিকস নামে তিনটি ভাটা ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে তিনটি ভাটাকে ২ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বাটুলিয়া,ডাউটিয়া ও কাউন্সিল এলাকায় তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী যে সকল ইট ভাটার কাগজপত্র নেই সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। সেই নির্দেশে তিনটি ভাটা মালিককে এই জরিমানা করা হয়েছে এবং আংশিক ভেঙে দেওয়া হয়েছে। এই তিন ভাটা মালিক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং তারা নিয়ম অনুযায়ী ভাটা পরিচালনা করছিলেন না।তাই ব্রিকস দুটি ভেঙে দেওয়া হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

Related Posts