শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে আর্থিক অনুদানের চেক প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে ১০ হাজার করে ৮০ হাজার টাকার চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুদানের এ চেক প্রদান করা হয়।
চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছকির মিয়া, যুবলীগ নেতা মঈন উদ্দিন দুলাল, শোয়েব মিয়া প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সামছুল হক, সাবাজ মিয়া, মোঃ মকসুদ মিয়া, চন্দু মিয়া, মোঃ নুরুল হক, শাহিন মিয়া, আম্বিয়া খাতুন ও আব্দুল আহাদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে নগদ টাকা, আসবাবপত্র স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
মামুন/এইচ
Print Friendly, PDF & Email

Related Posts