পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন সাংগ্রাই বা নববর্ষ উৎসব।
শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা।
পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে এ উৎসবের আয়োজন করে অং হেলফ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
করোনা মহামারির বাধার কারণে দীর্ঘ দুই বছর পর এ উৎসবে অংশগ্রহণ করতে পেরে রাখাইন পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
প্রায় ৫শ ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে মৈত্রীয় জলবর্ষণ উৎসব বা জলকেলি।
অং হেলফ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নিউ নিউ খেইন জানান, বিগত দুই বছর আমরা এ উৎসব করতে পারিনি। বিগত বছরের দুঃখ দুর্দশা ভুলে নতুন করে পথ চলার জন্যই আমাদের এ আয়োজন।