নরউইচ সিটির বিপক্ষে হ্যাটট্রিক করায় ইনস্টাগ্রামে রোনালদো বন্দনায় মেতেছিলেন স্প্যানিশ তরুণ আলেজান্দ্রো গার্নাচো। ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ’ বলে সম্বোধন করেন পর্তুগিজ সুপার স্টারকে। যার দ্বিমত প্রকাশ করে মেসিকে এগিয়ে রাখলেন সাবেক আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরো।
নরউইচ সিটির বিপক্ষে প্রথমবারের মতো র্যাঙ্গনিকের একাদশে সুযোগ পেয়ে রোনালদোর ক্ষীপ্রতা দেখেছেন খুব কাছ থেকে। ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলরা জয় পেয়েছে ৩-২ ব্যবধানে।
প্রথম বারের মতো রোনালদোর সতীর্থ হতে পেরে যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ১৭ বর্ষী স্প্যানিশ তরুণ। লিখেন ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ’।
যার প্রতি উত্তরে তরুণকে শুধরে দিয়েছেন সাবেক আর্জেন্টাইন আগুয়েরো। বন্ধু মেসিকেই এগিয়ে রাখছেন তিনি।
‘আপনি এটা বলছেন কারণ এখনও আপনার সেরা ফুটবলার মেসির সাথে খেলার সুযোগ হয়নি।’
এর আগে থেকে মেসির সাথে একই ক্লাবে খেলতে ম্যানসিটি থেকে বার্সায় যোগ দেন আগুয়েরো। অর্থনৈতিক শঙ্কটে বার্সা মেসিকে ছেড়ে দিলে ক্লাব জার্সিতে একসাথে খেলা হয়নি দুই বন্ধুর। পরে হার্ট অ্যাটাক জনিত কারণে প্রিয় ফুটবলকেই বিদায় বলতে হয় ৩৩ বর্ষী এই ফুটবলারকে।