দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে জোহানেসবার্গ থেকে ব্যক্তিগত কাজে লন্ডনে যাওয়ার আগে তামিম ইকবাল কথা বলেছেন মিডিয়ার সঙ্গে। এ সময় তিনি অধিনায়ক মমিনুল হক সম্পর্কে অনেক কথা বলেন।
দীর্ঘ আলাপে একাংশে মমিনুল হক সম্পর্কে তিনি বলেন-
বাংলাদেশের হয়ে টেস্টের অধিনায়কত্ব করা খুব কঠিন। মুমিনুল যেটা করে, এটা অনেক অনেক কঠিন কাজ। আমি বা অন্য কেউ টেস্ট অধিনায়ক থাকলে আমাদের জন্যও কাজটা কঠিন হতো। আমি সব সময়ই জোর গলায় বলে আসছি, আমাদের টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুলই সবচেয়ে উপযুক্ত। ও টেস্ট ক্রিকেটকে যেভাবে গুরুত্ব দেয়, এতটা বাংলাদেশের ক্রিকেটে আর কেউ দেয় কি না, আমার প্রশ্ন আছে। টেস্ট ক্রিকেট সবাই পছন্দ করে, আমিও করি। কিন্তু ও শুধু এই একটা সংস্করণই খেলে বলে টেস্ট ম্যাচের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিটাই আলাদা। মুমিনুলেরই তাই আমাদের টেস্ট দলের অধিনায়ক থাকা উচিত। হ্যাঁ, আপনাকে অনেক সময় অধিনায়ক তৈরি করতে হবে। আর কিছু তৈরি করতে হলে তো সময় লাগবেই। এখন ধরুন আপনি মিরাজ, লিটন বা অন্য কাউকে অধিনায়ক বানিয়ে দিলেন। এরপর যদি তারা তিন–চারটা টেস্ট হারে, তখন তো একই পরিস্থিতি দাঁড়াবে! ওদের সঙ্গে কি সেটা ঠিক হবে? হবে না। একই কথা মুমিনুলের ক্ষেত্রেও। মুমিনুলের সঙ্গে যা হচ্ছে, সেটা খুবই অন্যায়। আর এমন তো নয় যে আমরা বছরে চার–পাঁচটা করে টেস্ট ম্যাচ জিতি। মাউন্ট মঙ্গানুইয়ে যেটা হয়েছে, সেটা অবিশ্বাস্য।