বরিশালে ভুয়া পুলিশ আটক

খান মাইনউদ্দিন, বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ভুয়া পুলিশ পরিচয়ধারী এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে জুম্মানকে শেবাচিম হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে হয় বলে জানায় কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত লোকমান হোসেন।

আটককৃতের নাম মো. জুম্মান (৩০)। সে নগরীর ২৩ নং ওয়ার্ড টিয়াখালি ঠাকুরবাড়ি এলাকার মো. আব্দুল জলিল মুন্সির ছেলে।

ওসি বলেন, জুম্মান সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন গেটে একটি ওয়াকিটকি সেট ও দুটি ভুয়া সাংবাদিকদের আইডি কার্ড নিয়ে ঘোরাঘুরি করেন। পড়ে রোগীর স্বজনদের কাছ থেকে এবং ফুটপাতের দোকানদারের কাছ থেকে টাকা আদায় করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি কোতয়ালী থানার পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে মেডিকেল পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় নিয়ে আসা হয়।

ওসি তদন্ত লোকমান হোসেন আরও জানান, আটক জুম্মান দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

Related Posts